CORRIGER LES PAROLES

Paroles : Gunjane Dole Je Bhramar

গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে
ঘুরে ঘুরে, সুরে সুরে
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে

চেয়ে দেখো না গো
বেঈমান ভোমরা শুধু মধু খেতে চায়
ও কলি যে শরমে ঘোমটা টানে
সোনা-ঝরা ধুপছায়, হায়

হায়, চেয়ে দেখো না গো
বেঈমান ভোমরা শুধু মধু খেতে চায়
ও কলি যে শরমে ঘোমটা টানে
সোনা-ঝরা ধুপছায়, হায়
হায় হায় রে, দিন যায় রে
হায়, প্রিয় কেন গো দূরে দূরে

গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে
ঘুরে ঘুরে, সুরে সুরে
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে

কি হলো, কে জানে
রূপ-গরবী, যাও কেন গো সরে সরে?
হায়, আঁচল ধরো না
জানো না কি কেন শরমে যায় ফুল ঝরে ঝরে?

ও কি হলো, কে জানে
রূপ-গরবী, যাও কেন গো সরে সরে?
হায়, আঁচল ধরো না
জানো না কি কেন শরমে যায় ফুল ঝরে ঝরে?
হায় হায় রে, দিন যায় রে
হায়, প্রিয় কেন গো দূরে দূরে?

গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে
ঘুরে ঘুরে, সুরে সুরে
ও গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে

যদি মন না চায়
কিছুই বলো না, মনটা দিও না
ও ছাড়ো, মালায় বেঁধো না
ভ্রমরের মতোই মনটা নিও না

ও যদি মন না চায়
কিছুই বলো না, মনটা দিও না
ও ছাড়ো, মালায় বেঁধো না
ভ্রমরের মতোই মনটা নিও না
হায় হায় রে, দিন যায় রে
হায়, প্রিয় কেন গো দূরে দূরে?

গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে
ঘুরে ঘুরে, সুরে সুরে